নয়া দিল্লি: অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জামিন বাতিল করার দাবি এখনই করা হচ্ছে না। কিন্তু নিম্ন আদালতের নির্দেশ ভ্রান্ত। দিল্লি হাইকোর্টে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)।
কেজরিওয়ালকে নিম্ন আদালতের দেওয়া ‘রেগুলার বেল’ বা জামিন শুধু ভ্রান্ত নয়, তা ন্যায়ভ্রষ্ট, আইনের চোখে সম্পূর্ণ খারাপ দৃষ্টান্ত এবং তাই তা খারিজ হওয়া উচিত। কারণ আমাদের কোন সুযোগ দেওয়া হয়নি।
আরও পড়ুন: ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাকিংয়ের চেষ্টা! নেপথ্যে পাক হ্যাকার?
অভিযুক্তের বিরুদ্ধে থাকা বিপুল তথ্যপ্রমাণের ভিতর তিনি ঢুকতে চান না বলে মন্তব্য করেন ওই বিচারক। বিচারপতি রবীন্দ্র দুদেজার কাছে দাবি অতিরিক্ত সলিসিটার জেনারেল এসভি রাজুর।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুন রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক নিয়ায় বিন্দু কেজরিওয়ালকে জামিন দেন। সেই নির্দেশ চ্যালেঞ্জ করলে দিল্লি হাইকোর্টের স্থগিতাদেশ জারি। কিন্তু, গত বছরের জুলাই মাসে সুপ্রিম কোর্ট দ্বারা তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়ে বিষয়টি বৃহত্তর বেঞ্চের কাছে শুনানির সুপারিশ। যে বেঞ্চ এখনো গঠিত হয়নি।
দেখুন আরও খবর:







